অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে নারায়ণগঞ্জের বন্দর থানায়।
Published : 11 Apr 2025, 09:54 PM
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কিশোরীকে ‘রাস্তা থেকে তুলে নিয়ে’ ধর্ষণের অভিযোগ করেছে পরিবার।
শুক্রবার বিকালে ওই কিশোরীর মা লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান বন্দর থানার ওসি তরিকুল ইসলাম।
মামলায় বন্দর চৌধুরীবাড়ি এলাকার টিপু সুলতান (২৬) এবং একই এলাকার সজিব হোসেনের বিরুদ্ধে (২৫) অভিযোগ দেওয়া হয়েছে। তাদের সঙ্গে অজ্ঞাত আরও দুজনকে রাখা হয়েছে।
অভিযোগের বরাতে পুলিশ জানায়, কিশোরী অনলাইন প্ল্যাটফর্মে পণ্য বিক্রির প্রতিষ্ঠানে চাকরি করে। ১ এপ্রিল রাত ১১টার দিকে বাসায় ফেরার পথে তাকে চারজন তুলে নিয়ে যায় এবং একটি ঘরে তাকে একজন ধর্ষণ করে।
পুলিশ জানায়, ওই কিশোরীর আট মাসের সন্তান রয়েছে। তবে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে।
ধর্ষণের অভিযোগে যাদের নাম দেওয়া হয়েছে তার মধ্যে টিপু সুলতানকে অপহরণ করা হয়েছে- এমন অভিযোগে তার পরিবার তিন দিন আগে থানায় একটি লিখিত দিয়েছে। টিপুর পরিবার সেখানে ওই কিশোরীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ এনেছে।
বন্দর থানার ওসি তরিকুল বলেন, “বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেছিল উভয় পক্ষ। তবে, আগে পুলিশকে কিছেই জানায়নি। যেহেতু আগে একটি অপহরণের অভিযোগ দেওয়া হয়েছে।
“ফলে দুটি বিষয়কেই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি নিজে পালিয়ে থেকে অপহরণের নাটক সাজাচ্ছে কিনা সেটিও তদন্ত করা হচ্ছে।”