চুল শুকানোর কথা বলে বিকালে ওই ছাত্রী ছাদে যান বলে জানায় পুলিশ।
Published : 26 Jan 2024, 11:21 PM
গাজীপুরের টঙ্গী উপজেলায় সাততলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।
মৃত সাদিয়া ইসলাম (২২) ওই এলাকার আবুল বাশার বাচ্চুর মেয়ে। তিনি রাজধানীর মিরপুর বাংলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি মোস্তাফিজুর জানান, বিকালে সাদিয়া চুল শুকানোর কথা বলে বাড়ির ছাদে যান। বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই সাদিয়া ছাদ থেকে লাফিয়ে পড়েন।
এলাকাবাসী দেখে ডাক-চিৎকার করলে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সাদিয়াকে মৃত অবস্থায় পান বলে জানান তিনি।
পরিবারের বরাতে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার এসআই মনির হোসেন জানান, সাদিয়া দীর্ঘদিন ধরে বাসায় চুপচাপ থাকতেন। কারো সঙ্গে তেমন কথাবার্তা বলতেন না। এ নিয়ে স্বজনরা চিকিৎসকের শরণাপন্ন হন।
পরে চিকিৎসকের পরামর্শে পরিবারের লোকজন তাকে বিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছিলেন। শুক্রবার সন্ধ্যায় ছেলেপক্ষের লোকজন সাদিয়াকে দেখতে আসার কথা ছিল।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে; এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।