ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
Published : 07 Nov 2024, 07:35 PM
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় তিন হাজার মণ পাট পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৃহস্পতিবার উপজেলার দাশের জঙ্গল বাজারের কাটপট্রি গলিতে এ ঘটনা ঘটে বলে জানান গোসাইরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মিল্টন।
আগুনে পাটের পাশাপশি মরিচ, সয়াবিন ও সরিষা পুড়ে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টার দিকে প্রথমে আবু বক্কর ডাকুয়ার পাটের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে আড়াই ঘণ্টা লেগে যায়।
গুদাম মালিক আবু বক্কর ডাকুয়াসহ মকবুল ঢালী, রিপন বেপারী, আবদুল রাড়ী, ফারুক বয়াতি, দ্বীন ইসলাম মোতালেব ও শামচু জানান, সব মিলিয়ে ১৫টি গুদামে তিন হাজার মণ পাট ছিল।
“এর মধ্যে প্রায় দুই হাজার ৭০০ মণ পাট পুরোপুরি পুড়ে গেছে; যায় আনুমানিক মূল্য এক কোটি ৮০ লাখ টাকা। এ ছাড়া দেড় হাজার মণ সরিষা, মরিচ, সয়াবিন ছাই হয়েছে; যার মূল্য ৭০ লাখ টাকা।”
ফায়ার সার্ভিসের মিল্টন জানান, দুপুর ১টার দিকে আগুল লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে জানানো হবে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এবং গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ।
ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জেলা প্রশাসক জানান, জেলার গুরুত্বপূর্ণ একটি বড় বাজার হিসেবে এখানে ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।