“আমাদের বাড়ির প্রতিটা ঘরের ক্ষতি হয়েছে; এভাবে শিলাবৃষ্টি হলে ফসলি জমির ক্ষতি হবে।''
Published : 14 Mar 2025, 12:22 AM
সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলায় ৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির শুরুতে শিলও পড়েছে।
নগরীর চৌকিদেখি এলাকার বাসিন্দা হাসান আহমদ বলেন, "আজ ইফতারের পর থেকে থেমে-থেমে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় শিলাও পড়েছে। বৃষ্টির মৌসুমের শুরুতেই শিলাবৃষ্টি হল।"
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা সাংবাদিক ফাহিম আশরাফ বলেন, "আমাদের এলাকায় প্রচুর শিলা পড়েছে। আমার নিজের ঘরের ক্ষতি হয়েছে। আমাদের বাড়ির প্রতিটা ঘরের ক্ষতি হয়েছে; এভাবে শিলাবৃষ্টি হলে ফসলি জমির ক্ষতি হবে।''