Published : 06 Jan 2025, 01:25 PM
কক্সবাজারে এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
চকরিয়া ও মহেশখালী উপজেলার সংযোগস্থল বদরখালী ব্রিজ সংলগ্ন প্যারাবনে রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান।
২৫ বছর বয়সী ওই নারী মহেশখালী উপজেলার বাসিন্দা। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ওই নারীর সঙ্গে কথা বলেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ঘটনার বর্ণনায় তিনি বলেন, চট্টগ্রামের বাঁশখালীতে তার বোনের আকদ্ অনুষ্ঠান শেষে রাত ১০টার দিকে বদরখালী স্টেশন থেকে অটোরিকশায় করে বাড়িতে ফিরছিলেন। পথে বদরখালী-মহেশখালী ব্রিজের মাঝখানে গিয়ে অটোরিকশা চালক যান্ত্রিক ত্রুটির কথা বলে তাকে নামিয়ে দেয়।
পরে আবারও সিএনজি স্টেশনে যাওয়ার পথে কয়েকজন যুবক তাকে ব্রিজ সংলগ্ন প্যারাবনে নিয়ে যায়। সেখানে প্রায় ৮ থেকে ১০ জন যুবক তাকে অস্ত্রের ভয় দেখিয়ে কয়েক দফায় ধর্ষণ করে।
পরে স্থানীয়দের সহযোগিতায় বদরখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সঙ্গে কক্সবাজার সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য আসেন বলে জানান তিনি।
ঘটনাস্থল থেকে যারা ওই নারীকে উদ্ধার করেছেন, তাদের একজন চকরিয়ার স্থানীয় সাংবাদিক আল জাবের।
এ ঘটনায় অটোরিকশার চালক জড়িত থাকার দাবি করে আল জাবের বলেন, “ওই অটোরিকশা চালকের নাম সায়মন। বদরখালী এলাকায় এদের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট রয়েছে।
“ছোটন, শরীফ ও সাকিব নামেরও কয়েকজন যুবক এ সিন্ডিকেটের সদস্য। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তারা এ ধরনের অপরাধ করে থাকে।”
ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, খবর পেয়ে তারা রাত থেকেই ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছেন। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেবেন তারা।