এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি, বলেন এনায়েতপুর থানার ওসি।
Published : 19 Mar 2025, 11:48 PM
সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার আয়োজন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত স্থানীয় ছাত্রদলের সাবেক এক নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার রাত ৮টার দিকে ঢাকায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে এনায়েতপুর উপজেলার সৌদিয়া চাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান জানিয়েছেন।
নিহত কবির হোসেন (৩৫) চাদপুর গ্রামের ফজল হকের ছেলে। তিনি সৌদিয়া চাদুপর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
এনপি নেতা আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, “আহত কবির হোসেন ঢাকার উত্তরা এলাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে।”
কবিরের মৃত্যুর খবর জানার পর বুধবার রাত সাড়ে ৮টার দিকে এনায়েতপুরে বিএনপির একাংশের কয়েক শত নেতা-কর্মী বিক্ষোভ করে। তারা বেতিল চাদপুর মোড় থেকে মিছিল বের করে। এনায়েতপুর মেডিক্যাল কলেজ মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। মাঝে কেজির মোড়ে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক যুবদল নেতা আতাউর রহমান আতা, সাইদুল ইসলাম রাজ ও সাবেক ছাত্রদল নেতা এস এম কাশেম।
বক্তারা কবির হত্যাকাণ্ডে দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেন।
এর কিছুক্ষণ পর এনায়েতপুর থানার সামনে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেন বিএনপি নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যায় চাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে ইফতার আয়োজন করা হয়। সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর মধ্যে কবির হোসেন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি রাত ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত কবির হোসেনের মৃত্যুর খবর শোনার পর বিএনপির নেতা-কর্মীরা হত্যাকারীদের ফাঁসির দাবিতে থানার সামনে মানববন্ধন করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ওসি বলেন, স্বজনরা কবিরের লাশ ঢাকা থেকে নিয়ে আসছেন। এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি।