“আমার ফেইসবুক আইডি দুই বছর আগে হ্যাক হয়েছে। সেই আইডি থেকে দুই বছর আগে মহানবীকে (সা.) নিয়ে আপত্তিকর পোস্ট করে কেউ”, দাবি হৃদয় পালের।
Published : 28 Oct 2024, 11:05 PM
মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেইসবুকে কটূক্তির অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার এক কলেজ শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী।
তবে যাকে হেফাজতে নেওয়া হয়েছে, সেই তরুণ দাবি করেছেন, তিনি মোবাইল ফোনই ব্যবহার করেন না। তার নামে ভুয়া আইডি খুলে এই কাজ করা হয়েছে।
সোমবার বেলা ৩টার দিকে উপজেলার কাদিরদী ডিগ্রি কলেজ থেকে ওই শিক্ষার্থীকে সেনাদের হাতে তুলে দেওয়া হয় বলে জানান বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হাসান চৌধুরী।
এর আগে বেলা সাড়ে ১২টা থেকে কলেজ চত্বরে জড়ো হয়ে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদীসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা বিক্ষোভ করেন। এ সময় তারা ওই শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
দুই বছর আগে হ্যাক হওয়া আইডি থেকে মহানবীকে (সা.) নিয়ে আপত্তিকর পোস্টটি করা হয়েছিল বলে দাবি হৃদয় পালের।
এলাকাবাসী জানিয়েছে, কাদিরদী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী হৃদয় পালের ফেইসবুকে আইডি থেকে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করে একটি স্টোরি আপলোড করা হয়।
এ খবর জানাজানি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। ওই শিক্ষার্থীকে অধ্যক্ষের কক্ষে নিয়ে বিষয়টি জানার চেষ্টা করে কলেজ কর্তৃপক্ষ। মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীরা কলেজ চত্বরে জড়ো হয়ে হৃদয় পালকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান।
এ সময় অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন ছাত্র-জনতা। তারা কলেজের শ্রেণিকক্ষের জানালা, ফুলের টপ ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে।
এক পর্যায়ে সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু এবং স্থানীয়দের নেতারা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন।
খবর পেয়ে ইউএনও মেহেদী হাসান চৌধুরী, বোয়ালমারী থানার ওসি মো. গোলাম রসুল ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তবে হৃদয় পালের দাবি, তিনি মোবাইল ব্যবহার করেন না। তার নামের ফেইসবুক আইডি দুই বছর আগে হ্যাক হয়েছে। হ্যাক হওয়া আইডি থেকে দুই বছর আগে মহানবীকে (সা.) নিয়ে একটি আপত্তিকর পোস্ট করে অন্য কেউ।
“এ বিষয়ে পুলিশ তদন্ত করেও আমার সম্পৃক্ততা পায়নি,” বলেন তিনি।
সেনাবাহিনী ছেলেটিকে হেফাজতে নিয়ে গেলে এলাকার পরিবেশ শান্ত হয় বলে জানান কাদিরদী কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান মোল্যা।
ইউএনও তানভির হাসান চৌধুরী বলেন, বিক্ষোভকারীদের দাবির পরিপ্রেক্ষিতে ওই শিক্ষার্থীকে সেনা হেফাজতে দেওয়া হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে সেনাবাহিনী।