বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নারীসহ দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পালেরহাট এলাকার
খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বাগেরহাট মহাসড়ক পুলিশের মোল্লাহাট ক্যাম্পের পরিদর্শক শেখ আবুল হাসান জানান।
মৃতদের মধ্যে নারীর বয়স ৫০ বছর এবং পুরুষের বয়স ২৫ বছর বলে জানিয়েছে পুলিশ। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক আবুল হাসান বলেন, বাসটি ঢাকা থেকে শরণখোলা যাচ্ছিল। পথে বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে বলে জানান তিনি।