আটকদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Published : 12 Feb 2025, 08:23 PM
যশোরের শার্শায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে চার আওয়ামী লীগ কর্মী এবং মানব পাচার মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে জানান শার্শা থানার ওসি কে. এম রবিউল ইসলাম।
গ্রেপ্তাররা হচ্ছেন, উপজেলার মাটিপুকুর গ্রামের মৃত পাঞ্জাব আলী বিশ্বাসের ছেলে খোরশেদ আলম (৫২), একই গ্রামের আব্দুল আলীমের ছেলে রেজাউল ইসলাম (৫১), কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আ. রহিমের ছেলে ওয়াসিম (৪২), একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মশিয়ার রহমান (৪৮)। তারা সবাই আওয়ামী লীগের কর্মী।
এছাড়া গ্রেপ্তার করা হয়েছে মানব পাচার মামলার পরোয়ানাভুক্ত আসামি পানবুড়ি গ্রামের রহমতুল্লা ফড়ে রহমতের ছেলে হেকমত আলী ফড়েকে (৪৫)।
ওসি রবিউল বলেন, আটকদের বুধবার যশোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।