Published : 19 Jul 2023, 06:29 PM
প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তিন ঘণ্টা পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন রাঙামাটির অটোরিকশা চালকরা।
ফলে বুধবার বিকাল সাড়ে ৫টা থেকে আবার চালু হয়েছে রাঙামাটি শহরের ভেতরে চলাচলের জন্য একমাত্র গণপরিবহন অটোরিকশা।
এর আগে এক লাইনম্যানকে গ্রেফতার ও জেল হাজতে পাঠানোর প্রতিবাদে দুপুর আড়াইটা থেকে হঠাৎ করেই ধর্মঘটের ডাক দেন চালকরা। এতে বাড়ি থেকে বের হয়ে বিপাকে পড়েন সাধারণ মানুষ।
অটোরিকশা চালকদের অভিযোগ, তুচ্ছ এক বাগবিতণ্ডাকে কেন্দ্র করে একটি মামলায় রাঙামাটি সিএনজি অটোরিকশা সমিতির সদস্য লাইনম্যান নয়নকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বুধবার তাকে আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর হয়।
চালকরা বলছেন, আদালতের একজন পেশকারের ভাইয়ের সঙ্গে বিরোধের জের ধরে ওই লাইনম্যানের বিরুদ্ধে দ্রুত মামলা, পরোয়ানা, গ্রেপ্তার ও জেল হাজতে পাঠানোর মতো ঘটনা ঘটেছে।
রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার বলেন, আমাদের লাইনম্যান নয়নের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এক যাত্রীর সঙ্গে বিতণ্ডাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয় এবং যে মামলা করে তিনি এক পেশকারের ভাই। মিথ্যা অভিযোগে মামলা ও গ্রেফতারের পর সবশেষ তার জামিনও নামঞ্জুর হয়। সেকারণেই ক্ষুব্ধ হয়ে চালকরা ধর্মঘট ডেকেছিলেন।
পরে পুলিশ প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয় বলে জানান চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।