নৌকায় থাকা দুই ব্যক্তি লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
Published : 13 Nov 2024, 12:05 PM
কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে; যাকে ‘মাদক কারবারি’ বলছে বিজিবি।
মঙ্গলবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদী আনোয়ার প্রজেক্ট এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
আটক মো. নূর রশিদ (২৫) টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের বাসিন্দা মৃত মো. সলিমুল্লাহর ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, নাফ নদীর আনোয়ার প্রজেক্ট এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে মঙ্গলবার মধ্যরাতে বিজিবির একটি দল অভিযান চালায়।
“এক পর্যায়ে নৌকায় নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে সন্দেহজনক তিন ব্যক্তিকে তীরের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।
এতে নৌকায় থাকা দুই ব্যক্তি লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। নৌকায় থাকা অপর ব্যক্তিকে আটক করতে সক্ষম হন বিজিবির সদস্যরা।
“এ সময় নৌকাটি তল্লাশী করে পাটাতনের ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় প্লাস্টিকের একটি ব্যাগ উদ্ধার করা হয়। বস্তায় পাওয়া যায় এক লাখ ইয়াবা, দেশীয় তৈরি একটি বন্দুক ও একটি গুলি।“
বিজিবির এ কর্মকর্তা বলেন, “ প্রাথমিক স্বীকারোক্তিতে আটক নূর রশিদ জানিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি নাফ নদীর সীমান্ত দিয়ে মাদকপাচারের সঙ্গে জড়িত। এছাড়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় ডাকাতদল আবুল কালাম বাহিনীর সদস্য। তার বিরুদ্ধে মাদকপাচারসহ নানা অভিযোগ রয়েছে।”
সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার পর আটক ব্যক্তিকে হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবি কর্মকর্তা মহিউদ্দীন আহমেদ।