কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।
Published : 29 Jul 2024, 04:43 PM
ঢালাইয়ের সময় নওগাঁ সার্কিট হাউজের নির্মাণাধীন প্রধান গেইট ধসে কর্মরত চার শ্রমিক আহত হওয়ার ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন।
সোমবার নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদকে প্রধান করে চার সদস্যের এ কমিটি গঠন করেন তারা। আগামী তিনদিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন-অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আসানুজ্জামান পিপিএম, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফ মাহমুদ বরকতুল্লাহ ও সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত ও ট্রেজারি শাখা) আব্দুল্লাহ আল মামুন।
এর আগে রোববার বিকাল ৩টার দিকে সার্কিট হাউজের নির্মাণাধীন গেইটটি হঠাৎ ভেঙে পড়ে চার শ্রমিক আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান।
আহত শ্রমিকরা হলেন-নওগাঁ সদর উপজেলার শিবপুরহাট এলাকার জয়নাল আবেদীনের ছেলে ভূট্টো হোসেন (৪০), শহরের চকদেবপাড়া এলাকার ইসমাইলের ছেলে মো. বাবু (৪২), সদর উপজেলার মশরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মিলন হোসেন (৪০) এবং সাপাহার উপজেলার আমজাদ হোসেনের ছেলে মিলন (৪২)।
নওগাঁ গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছিল বলে বিভাগীয় উপ-সহকারী প্রকৌশলী আরীফ মাহমুদ রকতুল্লাহ জানিয়েছেন।