আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তোলেন তিনি।
Published : 26 Mar 2025, 08:07 PM
জাতীয় নাগরিক পাটি-এসসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে। আগামীতে যে ইলেকশন, সেই ইলেকশনে তরুণদের হবে। তরুণরাই পার্লামেন্টে যাবে, তাদের ভয় দেখিয়ে লাভ নেই। কেউ বাধা সৃষ্টি করলে, তরুণরা রক্ত দিয়ে হলেও সে বাধা অতিক্রম করবে।”
বুধবার সন্ধ্যায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কালীবাড়ি প্রাঙ্গণে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসসিপির এ মুখ্য সমন্বয়ক বলেন, “আগামীর ব্যালট রেভ্যুলেশনে তরুণদের জয় হবে। আগামীর নির্বাচনে মসজিদের ইমাম, শিক্ষকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের প্রার্থী করা হবে। যারা সৎ, নির্বাচন করার আগ্রহ আছে, তাদের দল থেকে নির্বাচন করার সুযোগ দেওয়া হবে।”
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে তিনি বলেন, “আন্তর্জাতিক আদালতে তাদের বিচার করে দেশে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এ ছাড়া বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, সবাই একসঙ্গে মিলেমিশে চলব। আমাদের শত্রু আওয়ামী লীগ। যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস না পায়।”
তিনি আরও বলেন, “সাত মাসে মানুষ দেখেছে, কার পকেটে দুর্নীতির কত টাকা ঢুকেছে। টেন্ডারবাজি, সন্ত্রাসের টাকা ঢুকেছে। ভবিষ্যত বাংলাদেশে এই ধরনের টেন্ডারবাজ, সন্ত্রাসবাদের কোনো ঠাঁই হবে না।”
এনসিপির শাহরাস্তি প্রতিনিধি মো. তারেক আজিজের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন- দলের যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব রিয়াদ, এনসিপির কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম।