যশোরে যুবকের কোমরে মিলল ১৩ সোনার বার

বিজিবি জানায়, জব্দ করা সোনার ওজন এক কেজি ৫৫৬ গ্রাম; আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩২ লাখ টাকা।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2023, 01:56 PM
Updated : 21 March 2023, 01:56 PM

যশোরের শার্শা উপজেলায় কোটি টাকা মূল্যের সোনার বারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে গোগা গাজীপাড়া গ্রামের জব্বারের মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান।

গ্রেপ্তার ৩৩ বছর বয়সী কামরুল ইসলাম ওই গ্রামের কুদরত উল্লাহ সরদারের ছেলে।

বিজিবির ভাষ্য, ভারতে পাচারের জন্য ওই যুবক সোনার বারগুলো নিজের কাছে মজুত করেছিলেন।

তানভীর রহমান বলেন, “গোপন সংবাদ পেয়ে গোগা বিওপির টহল দল গাজীপাড়ায় অবস্থান নেয়। এ সময় কামরুলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে থামতে বললে তিনি পালানোর চেষ্টা করেন। তখন তাকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করে বিজিবি।

“পরে তার দেহ তল্লাশি করে কোমরে লুকিয়ে রাখা ১৩টি সোনার বার পাওয়া যায়; যার ওজন এক কেজি ৫৫৬ গ্রাম। এর বাজারমূল্য প্রায় এক কোটি ৩১ লাখ ৭৯ হাজার ৩২০ টাকা।”

তানভীর রহমান আরও জানান, সোনা চোরাচালান আইনে মামলা দিয়ে কামরুলকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। সেইসঙ্গে জব্দ করা সোনার বারগুলো যশোরের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।