ঝালকাঠিতে ডাকঘর থেকে জাল রেভিনিউ স্ট্যাম্প জব্দ

পরিদর্শনের সময় পোস্টমাস্টারের কাছে বরাদ্দ করা সরকারি রেভিনিউ স্ট্যাম্পের চেয়ে বেশি টাকার হিসাব দেখা যায়।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2023, 04:08 AM
Updated : 11 Jan 2023, 04:08 AM

ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন ডাকঘর থেকে ১১৫টি জাল রেভিনিউ স্ট্যাম্প জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে গুয়াটন শাখা ডাকঘরের অস্থায়ী কার্যালয় পরিদর্শনের সময় এ জাল রেভিনিউ স্ট্যাম্প জব্দ করা হয় বলে জানান ঝালকাঠি ডাক বিভাগের বিভাগীয় পরিদর্শক মো. রিয়াজ হাওলাদার। 

তিনি জানান, নতুন বছরের শুরুতে শাখাটিতে পরিদর্শনের সময় পোস্টমাস্টার বেলায়েত হোসেনের কাছে বরাদ্দ করা সরকারি রেভিনিউ স্ট্যাম্পের চেয়ে বেশি টাকার হিসাব দেখা যায়। এ সময় তল্লাশীকালে কাগজপত্রের নীচের একটি ফাইলে ১১৫ খানা জাল রেভিনিউ স্ট্যাম্প পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়। 

এই বিষয়ে জিজ্ঞাসাবাদের পর শাখা পোস্টমাস্টার বেলায়েত হোসেন লিখিতভাবে নিজের দোষ স্বীকার করেন এবং দীর্ঘদিন ধরে তিনি এ কাজ করে আসছেন বলে উল্লেখ করেন। কিন্তু পরে কৌশলে তিনি পোস্ট অফিস থেকে পালিয়ে যান। 

এ ব্যাপারে পোস্টমাস্টার বেলায়েত হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান বিভাগীয় পরিদর্শক।