২০১৬ সালে ফসলের ক্ষেত থেকে এসকেন সরদারের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
Published : 03 Mar 2024, 07:58 PM
ফরিদপুরের সালথা উপজেলায় কৃষক হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার ফরিদপুরের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) নওয়াব আলী মৃধা জানান।
দণ্ডিতরা হলেন- বিশু শেখ, কামরুল মাতুব্বর, আলম ফরাজি, বিকুল সরদার এবং রুবেল মাতুব্বর। তাদের সবার বাড়ি সালথা উপজেলার বিভিন্ন গ্রামে।
যাবজ্জীবনের পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় রায়ে।
মামলার নথি থেকে জানা যায়, উপজেলার দক্ষিণ আটঘর গ্রামের বাসিন্দা কৃষক এসকেন সরদার। ২০১৬ সালের ২১ ডিসেম্বর উপজেলার জয়কাইল এলাকার একটি ফসলের ক্ষেত থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের ছেলে ইয়াসিন সরদার বাদী হয়ে সালথা থানায় মামলা করেন।
তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রোববার তাদেরকে দোষী সাব্যস্ত করে রায় দিল।