পুলিশ জানায়, শিক্ষক আবুল হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 01 Jul 2024, 05:54 PM
নীলফামারীর সদর উপজেলায় এক মক্তব শিক্ষককে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে।
সোমবার ভোরে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তরনীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে নীলফামারী সদর থানা ওসি মো. তানভীরুল ইসলাম জানান।
আহত মক্তব শিক্ষক ক্বারী আবুল হোসেন (৫০) একই ইউনিয়নের অচিনতলা গ্রামের মৃত সবীর উদ্দিনের ছেলে। তিনি ইসলামী ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক গণশিক্ষা কাযাক্রমের একটি মক্তবের শিক্ষকতায় নিয়োজিত রয়েছেন।
স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি তানভীরুল বলেন, ফজরের নামাজ আদায় শেষে বাইসাইকেলে করে মক্তবে যাচ্ছিলেন আবুল হোসেন। পথে নীলফামারী-ডোমার সড়কের তরনীবাড়ী এলাকায় পৌঁছালে তার উপর অতর্কিত হামলা চালানো হয়।
“এক পযায়ে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা চেষ্টা করা হয়। এ সময় আবুল হোসেনের গোঙানির শব্দে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা ৷”
তানভীরুল বলেন, সেখানকার চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন।
ওসি বলেন, এ ঘটনায় শিক্ষক আবুল হোসেনের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
তবে কী কারণে তার উপর হামলা করা হয়েছে তা জানা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।