“মোবাইলে সম্পর্কের পর তাদের বিয়ে। মেয়েটি শিক্ষিত; আগে থেকেই চায়না ভাষা শিখত।”
Published : 23 Jun 2024, 05:18 PM
নাটোরের এক তরুণীর প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসে বিয়ে করেছেন লি সি জাং নামের এক তরুণ।
নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউপির চেয়ারম্যান নুরুজ্জামান কালু জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সাত লাখ টাকা দেনমোহর ধার্য করে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে হয়। রোববার আদালতে তাদের বিয়ে রেজিস্ট্রি হয়।
কনে ফাতেমা খাতুন লক্ষ্মীপুর খোলাবাড়িয়ার বড়বাড়িয়া এলাকার আবু তাহেরের মেয়ে। তিনি নবাব সিরাজউদ্দৌলা কলেজের ইসলামী ইতিহাস বিভাগে তৃতীয় বর্ষে পড়ালেখা করছেন।
আর লি সি জাং চীনের সাং সাই এলাকার বাসিন্দা। তিনি বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার নতুন নাম মো. আলী।
ফতেমার বাবা আবু তাহের বলেন, “বিদেশী পুরুষকে বিয়ের আগ্রহ দেখানোর কারণে এলাকা থেকে বিয়ের প্রস্তাব আসলেও রাজি হয়নি আমার মেয়ে। নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করতে চেয়েছে সে।
“বৃহস্পতিবার চীন থেকে বিকালে আমাদের বাড়িতে আসেন লি সি জাং। এরপর তিনি বৌদ্ধ ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং ইসলামী শরীয়া মোতাবেক আমার মেয়েকে বিয়ে করেন।”
লি সি জাং ওরফে মো. আলীকে বিয়ে করতে পরে খুশি ফাতেমাও। স্বামীর সাথে চীনে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, “আমাকে ভালোবেসে লি সি জাং বাংলাদেশে এসেছে। নিজের ধর্ম ত্যাগ করেছে শুধু আমার জন্য। সুখে-দুঃখে সারাজীবন আমরা একসঙ্গে থাকতে চাই।”
ভাঙা ভাঙা ইংরেজিতে নিজেকে চিকিৎসক দাবি করে লি সি জাং বলেন, “আমি খুব খুশি। আমার ভালোবাসার মানুষ সারাজীবন আমার পাশে থাকবে। ওর জন্যই আমি আমার ধর্ম পরিবর্তন করেছি।”
এদিকে লি সি জাং ওরফে আলী ও ফাতেমার বিয়ের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাদের দেখতে আসেন। নবদম্পতির মঙ্গল কামনা করে তাদের শুভেচ্ছা জানান।
চেয়ারম্যান নুরুজ্জামান কালু বলেন, “মোবাইল ফোনে সম্পর্কের পর তাদের বিয়ে হয়েছে। মেয়েটি শিক্ষিত; আগে থেকেই চায়না ভাষা শিখত। এমন ঘটনা অন্য এলাকায় ঘটলেও আমাদের এখানে প্রথম।”