ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
Published : 27 Jan 2025, 05:33 PM
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কদের ওপর হামলার ঘটনার তদন্ত কাজে অপারগতা প্রকাশ করে কমিটি থেকে পদত্যাগ করেছেন সভাপতি ও সদস্যসচিব।
রোববার রাতে কমিটির শীর্ষ দুজন তার কাছে পদত্যাগপত্র জমা দেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান।
তদন্ত কমিটির সভাপতি ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন আব্দুল্লাহ আল আসাদ বলেন, “আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় তদন্ত করা আমার পক্ষে সম্ভব নয়। এ কারণে আমি কাজে অপারগতা জানিয়ে রেজিস্টার বরাবর পত্র জমা দিয়েছি।”
কমিটির সদস্যসচিব ও শেখ রাসেল হলের প্রভোস্ট মো. শাহবউদ্দিন বলেন, “আমাকে না জানিয়ে কমিটিতে সদস্যসচিব করে একটি চিঠি দেওয়া হয়েছে। কিন্তু শারীরিবভাবে অসুস্থ ও পারিবারিক সমস্যা থাকায় আমার পক্ষে তদন্ত কাজে সহায়তা করা সম্ভব নয়। এ কারণে আমি পদত্যাগপত্র জমা দিয়েছে। বাকিটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিক করবে।”
শনিবার পরীক্ষা শেষে বাইরে বের হন ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী শরিফুল ইসলাম সোহাগ। এ সময় কয়েকজন সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করেন। তখন ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়ে সোহাগকে ছিনিয়ে নেন। এতে দুই সমন্বয়কসহ চারজন আহত হন।
এ ঘটনায় রোববার বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম বাদী হয়ে শরীফুল ইসলাম সোহাগসহ ১৩ জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন আব্দুল্লাহ আল আসাদকে সভাপতি ও শেখ রাসেল হলের প্রভোস্ট মো. শাহাবুদ্দিনকে সদস্যসচিব করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
তবে শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে তদন্ত করতে অপারগতা প্রকাশ করে রোববার রাতে কমিটির সভাপতি ও সদস্যসচিব তাদের পদত্যাগপত্র জমা দেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এনামউজ্জামান বলেন, “কমিটির শীর্ষ দুজনের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি উপাচার্যকে জানানো হবে। তিনি এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দেবেন।”
আরো পড়ুন:
গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর 'হামলা': ৩৩ জনের বিরুদ্ধে মামলা
গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ