গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে।
Published : 26 Jan 2025, 06:42 PM
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার অভিযোগে ৩৩ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।
রোববার সকালে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম বাদী হয়ে মামলাটি করেন বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান।
ওসি সাজেদুর রহমান বলেন, মামলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম সোহাগসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ২০ জনকে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
শনিবার বিকালে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে। এতে বিশ্ববিদ্যালয়ের দুই সমন্বয়ক ও দুই সাংবাদিক আহত হন।