শুক্রবার দুপুর থেকে কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামে একটি মাছের খামারে অভিযান চালায় পুলিশ।
Published : 11 Jun 2024, 03:21 PM
নেত্রকোণা সদর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে মাছের খামারে অভিযান শেষে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সন্ত্রাস দমন আইনের ৭ ধারায় নেত্রকোণা সদর মডেল থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফর রহমান।
তিনি জানান, পরিদর্শক (তদন্ত) আনিছুর আশেকিন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলাটি করেছেন।
শুক্রবার দুপুর থেকে উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামে একটি মাছের খামারে অভিযান চালায় পুলিশ। অ্যান্টি টেররিজম ইউনিট, সোয়াট, বম ডিসপোজাল ইউনিটসহ দেড় শতাধিক পুলিশ অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, ২৯ ঘণ্টার অভিযানে দ্বিতল বাড়িটি থেকে পিস্তল, গুলি, ওয়াকিটকি, জিহাদি বই, রামদা, ব্যায়ামের উপকরণসহ ৮০ ধরনের সরঞ্জাম জব্দ করা হয়।
এ সময় দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। প্রায় তিন একর জমিতে থাকা উঁচু প্রাচীর দেওয়া বাড়িটিতে ‘জঙ্গিরা’ বেশ কিছুদিন ধরে বসবাস করে আসছিল।
অভিযানে কাউকে আটক বা গ্রেপ্তার করতে না পারলেও প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র ছিল।
আরও পড়ুন:
নেত্রকোণার সেই 'জঙ্গি আস্তানায়' মিলেছে বোমার সরঞ্জাম