ওসি বলেন, “আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার একপর্যায়ে উত্তেজিত হয়ে একদল এসিল্যান্ডের গাড়িতে আগুন দেয়।”
Published : 03 Aug 2024, 06:18 PM
কুমিল্লায় শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে চান্দিনা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুর পৌনে ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ড এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনে এ ঘটনা ঘটে বলে চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ জানান।
পুলিশ জানায়, দুপুর পৌনে ১২টার দিকে চান্দিনা ও দেবিদ্বার উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় ঘটনাস্থলে গিয়ে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী আন্দোলনকারীদের মাঝে আটকা পড়েন।
একপর্যায়ে এসিল্যান্ডের গাড়ি ভাঙচুর করে পেট্রোল ঢেলে তাতে অগ্নিসংযোগ করা হয়। তখন সৌম্য চৌধুরী ও তার চালক গাড়ি থেকে দ্রুত নেমে যান। আন্দোলনের কারণে মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, “মহাসড়ক অবরোধের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী ঘটনাস্থলে যান। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার একপর্যায়ে উত্তেজিত হয়ে একদল দুর্বৃত্ত তার ব্যবহৃত সরকারি গাড়িতে দেন। তবে এ ঘটনায় সৌম্য চৌধুরী অক্ষত রয়েছেন।”
চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করায় ঘটনাস্থলে গিয়ে আমরা শিক্ষার্থীদের শান্ত করে ফিরিয়ে দিচ্ছিলাম। হঠাৎ করে বিক্ষুব্ধ ব্যক্তিরা আমার গাড়িতে আগুন লাগিয়ে দেন। এ সময় আমরা গাড়ি থেকে বের হয়ে যাই।”