Published : 06 Sep 2024, 09:26 PM
মানিকগঞ্জের শিবালয়ে পদ্মায় ৩৯ কেজি ওজনের একটি বাঘাইর জেলের জালে ধরা পড়েছে। পরে মাছটি ১ হাজার ১৭০ টাকা কেজি দরে বিক্রি হয়।
শুক্রবার ভোরের দিকে উপজেলার তেওতা ইউনিয়নের তেওতা এলাকার সুজন নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। সকালে বিক্রয়ের জন্য মাছটি আরিচা আড়তে নিয়ে আসেন তিনি।
জেলে সুজন বলেন, “শুক্রবার ভোরে পদ্মা নদী থেকে আমার জালে বাঘাইর মাছটি ধরা পড়ে। মাছটি সকালে আরিচা আড়তে নিয়ে আসি। পরে রাজ্জাকের আড়তে ১ হাজার ১৭০ টাকা কেজি দরে বিক্রি করি।”
আরিচা ঘাটের আড়তদার মামুন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার পাশের রাজ্জাকের আড়তে মাছটি ১ হাজার ১৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সেখান থেকে এক পাইকার ঢাকায় নিয়ে গেছে। পরে মাছটি আরো বেশি দামে বিক্রি হয়েছে বলে শুনেছি।
শিবালয় উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টি ফোরকে বলেন, “আজ বন্ধের দিন, কেউ আমাকে বিষয়টি জানায়নি।”