ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানান তারা।
Published : 17 Jan 2024, 01:02 PM
ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে দেশটির জনগণের প্রতি সংহতি জানালো একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার পূর্ব লন্ডনের একটি হলে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এক প্রস্তাবে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানান তারা।
সংগঠনটি জানায়, ‘মানবতার ফেরিওয়ালার মুখোশ পরে বিশ্ব মোড়লরা দেশে দেশে মানবিকতার সবক দিলেও ইসরায়েলি গণহত্যায় মুখে কুলুপ দিয়ে নীরবতা পালন করে। এই নীরবতা যে ইসরায়েলের প্রতি তাদের সমর্থন, বিশ্বের শান্তিকামী মানুষ এটি বুঝতে পারে।’
এর আগে সভায় সৈয়দ আনাস পাশাকে সভাপতি, মুনিরা পারভিনকে সাধারণ সম্পাদক এবং এনামুল হককে কোষাধ্যক্ষ করে নতুন কমিটি গঠন করে সংগঠনটি।
আগামী এক বছরের জন্য নতুন এই কার্যকরী কমিটির ঘোষণা দেন সংগঠনের তিন উপদেষ্টা মুক্তিযোদ্ধা সুলতান শরীফ, মাহমুদ এ রউফ এবং আবু মুসা হাসান।
কমিটিতে আরও যারা পদ পেয়েছেন- সহ সভাপতি নিলুফা ইয়াসমিন, সহ সভাপতি জামাল খান, সহ সভাপতি স্মৃতি আজাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রাজ। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘অসাম্প্রদায়িক শক্তির বিজয়ে’ সন্তোষ প্রকাশ করেন কমিটির নেতারা।