দূতাবাস কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে তাদের প্রশ্নের উত্তর দেন এবং সমাধানের আশ্বাস দেন।
Published : 26 Apr 2025, 11:15 PM
বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা সরাসরি শোনার জন্য গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার রাজধানী মানামায় দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রবাসীরা তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা সরাসরি তুলে ধরেন।
দূতাবাস কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে প্রশ্নগুলোর উত্তর দেন এবং সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।
গণশুনানির উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “প্রবাসী কর্মীদের সমস্যাগুলো সরাসরি জানতেই এ আয়োজন। দূতাবাসের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই আমরা। কোনো সমস্যা হলে প্রবাসীরা সরাসরি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবেন। পাশাপাশি সবাইকে বাহরাইনের আইন মেনে চলার এবং বৈধভাবে অবস্থানের আহ্বান জানাই।”
রাষ্ট্রদূত আরও বলেন, “প্রবাসীরা যেন বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠান এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখেন, সে বিষয়ে সচেতন থাকতে হবে।”
গণশুনানিতে অংশ নিতে দূতাবাসের ভেরিফায়েড ফেইসবুক পেইজে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রবাসীদের আমন্ত্রণ জানানো হয়। সাড়া দিয়ে বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে সাধারণ প্রবাসীদের পাশাপাশি ব্যবসায়ী, সাংবাদিক ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
প্রবাসীরা তাদের নানা সমস্যার কথা রাষ্ট্রদূতের কাছে সরাসরি উপস্থাপন করেন। রাষ্ট্রদূত তাৎক্ষণিকভাবে বেশ কয়েকটি সমস্যার সমাধান দেন এবং অন্য যেসব সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়, সেগুলো লিখিতভাবে দূতাবাসে পাঠানোর অনুরোধ জানান।