Published : 15 Jun 2023, 02:07 PM
জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত হয়েছে সেখানে পড়াশোনারত বাংলাদেশি ছাত্রদের ক্রিকেট টুর্নামেন্ট ‘হামবুর্গ প্রিমিয়ার লীগ ২০২৩’।
২৭, ২৮ ও ২৯ মে হামবুর্গের আলারমুহে ক্রিকেট মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় ৯টি দলে মোট ৮১ জন ক্রিকেটার অংশ নেন।
এক সাংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, গ্রুপ পর্বের প্রতিটি খেলা শেষে মোট চারটি দল নকআউট পর্বে খেলার সুযোগ পায়। টুর্নামেন্টের ফাইনালে এরিএন্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হামবুর্গ লায়ন্স।
অংশ নেওয়া বাকি দলগুলো হলো- দ্য সসারার্স, এম্পেরিওরস, দ্য সুপারনোভাস, টাইট্যান্স, হামবুর্গ ম্যাভেরিক্স, হামবুর্গ হ্যারিকেন্স, ও হামবুর্গ গ্ল্যাডিয়েটরস।
ফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ ও প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হন হামবুর্গ লায়ন্সের অধিনায়ক আঁকিব মুরতুজা। সেরা ব্যাটসম্যান রায়হান সিদ্দিক, সেরা বোলার আদনান আব্দুল হাই এবং ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পায় হামবুর্গ গ্ল্যাডিয়েটরস। এছাড়া উদীয়মান খেলোয়াড় হিসেবে পুরস্কার পান কামরুজ্জামান রায়ান।
টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে ছিলেন তানভীর আহমেদ, অসীম সাজ্জাদ, আঁকিব মুরতুজা এবং আসিফুর রহমান। মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করেছেন শ্রাবণ রহমান।