১৭ দিনেও খোঁজ মেলেনি নদীতে ঝাঁপ দেওয়া আরেক বাংলাদেশির।
Published : 20 Jul 2023, 11:47 PM
যুক্তরাষ্ট্রে মিজৌরি অঙ্গরাজ্যে গুলিতে ইয়াজউদ্দিন আহম্মদ নামে এক প্রবাসী তরুণ নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে সেন্টলুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে।
২৩ বছর বয়সী ইয়াজউদ্দিন চট্টগ্রামের মীরসরাই ডিগ্রি কলেজের প্রয়াত শিক্ষক সামছুদ্দিন আহমেদের ছেলে।
ইয়াজের বাবা মারা যাওয়ার পর তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন তার খালা রেহানা বেগম। এই তরুণ পার্কওয়ে সেন্ট্রাল হাইস্কুলে পড়াশোনা করেছিলেন।
রেহানা বেগম বলেন, “ইয়াজ খুবই দয়ালু ছিল। সে সব সময় মানুষজনকে সাহায্য করত।”
ইয়াজের সঙ্গে থাকা গাড়ি ও নগদ অর্থ ছিনতাইয়ের জন্য তার মাথায় দুর্বৃত্তরা গুলি চালায় উল্লেখ করে স্থানীয় পুলিশ জানিয়েছে, হ্যাম্পটন এভিনিউয়ের ১১০০ ব্লকের একটি গ্যাস স্টেশনে গাড়ি রেখে কাজ করছিলেন ইয়াজ। এ সময় ওই গাড়ির কাচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে একদল সন্ত্রাসী। ইয়াজ তাদের বাধা দিলে এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়।
পরে ইয়াজকে পুলিশ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সন্দেহভাজন ১৯ বছর বয়সী জ্যাটাভিয়ন স্কটকে খুঁজছে পুলিশ।
নিউ ইয়র্কে প্রবাসীদের নেতা কাজী নয়ন জানান, ইয়াজের দাফন-কাফনের বিষয়ে বৃহস্পতিবার সেখানে অবস্থানরত মিরসরাইয়ের লোকজন বৈঠকে বসবেন। ইয়াজের এক ভাই নিউ ইয়র্ক থেকে মিজৌরিতে গেছেন লাশ আনতে।
১৭ দিনেও খোঁজ মেলেনি অনিক পালের
নিজ বাসার কাছে সেতু থেকে লাফিয়ে ওয়াবাশি নদীতে পড়া অনিক পালের হদিস তিন সপ্তাহেও দিতে পারেনি ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পুলিশ ও উদ্ধারকারী ডুবুরিরা।
পারড্যু ইউনিভার্সিটির শিক্ষার্থী অনিক গত ৩ জুলাই ভোরে সেতু থেকে নদীতে লাফ দেন বলে সিসিটিভির ভিডিও দেখে পুলিশ জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা ব্রায়ান লোয়্যে জানান, খবর পেয়ে ঘটনার পরপরই অনিকের সন্ধানে নামে ডুবুরিরা। ছুটির কারণে পরদিন বিরতি দিয়ে ৫ থেকে ১১ জুলাই পর্যন্ত ওই নদীতে অনুসন্ধান চালানো হয়। কিন্তু অনিক পালের হদিস মেলেনি।
নদী উত্তাল হওয়ায় ১১ জুলাই অনুসন্ধানের ইতি টানা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।