Published : 28 Feb 2025, 12:23 PM
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্যের বার্মিংহামে উদযাপিত হলো বিশ্ব ভাষা ও সংস্কৃতির সম্মিলন ‘সম্প্রীতি ফেস্ট’।
শনিবার বিকেলে ঐতিহ্যবাহী রিপার্টরি থিয়েটারে এ আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ‘পূর্বানাট’ ও ‘সম্প্রীতি কনসার্ট ইউকে’।
এতে বাংলাদেশ, গ্রিস, লাটভিয়া, বসনিয়া, ইউক্রেন, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, রোমানিয়া, পোল্যান্ড ও তানজানিয়ার শিশু ও শিল্পীরা তাদের নিজ নিজ ভাষায় নাচ, গান, ছড়া ইত্যাদির মাধ্যমে নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন।
প্রতিটি দেশের ঐতিহ্যবাহী ও বর্ণিল পোশাক পুরো মিলনায়তনকে ভিন্ন এক আবহে রাঙিয়ে তোলে। বাংলাদেশসহ বিভিন্ন ইউরোপীয় ও আফ্রিকান দেশের শিশু, কিশোর ও শিল্পীরা এতে অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিসনা হক। বার্মিংহাম সিটি কাউন্সিলের পক্ষে কালচার সার্ভিস ম্যানেজার ক্লেয়ার স্টারমার এবং পার্টনারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার চার্লিন কার্টার জেমস অনুষ্ঠানে বক্তব্য দেন।
শুরুতে ভাষা আন্দোলনের পটভূমি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি নিয়ে একটি অ্যানিমেটেড ডকুমেন্টারি প্রদর্শিত হয়, যেখানে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও ইতিহাস তুলে ধরা হয়।
‘পূর্বানাট’-এর প্রধান নির্বাহী মুরাদ খান বলেন, “আমরা নতুন প্রজন্মকে সংযুক্ত করার চেষ্টা করছি। বর্তমান বিশ্বে এই ধরনের আন্তঃসাংস্কৃতিক সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা ভাষা ও সংস্কৃতির সমৃদ্ধ ইতিহাস এখন বৈশ্বিক হয়ে ওঠার এবং বৈচিত্র্যময় বিশ্ব সংস্কৃতিতে সক্রিয় ভূমিকা রাখার সময় এসেছে। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন বাংলা ভাষা ও সংস্কৃতির বৈশ্বিক সংযোগ সৃষ্টি করবে।”
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন ‘পূর্বানাট’-এর পরিচালক রাজীব জেবতিক।