দিনভর নানা খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন প্রবাসীরা।
Published : 09 Apr 2025, 12:57 PM
পশ্চিম আফ্রিকার ঘানায় উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিরা।
রাজধানী আক্রার আচিমোটা ওভাল মাঠে রোববার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে ‘বাংলাদেশ কমিউনিটি ঘানা’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনর্মিলনীতে বিভিন্ন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। পুরো আয়োজনে ছিল পারস্পরিক সৌহার্দ্য, সাংস্কৃতিক ঐতিহ্য ও আনন্দ উদযাপনের আবহ।
অনুষ্ঠানে দিনভর নানা খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন প্রবাসীরা। ফুটবল, ক্রিকেট, শিশুদের দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, নারীদের বালিশ পাসিং ও বল নিক্ষেপ খেলাসহ ছিল র্যাফেল ড্র।
দিনের অন্যতম আকর্ষণ ছিল সম্মাননা ও পুরস্কার বিতরণ। বাংলা টাইগার্স ক্রিকেট টিমের হয়ে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দেওয়া হয় সালাউদ্দিন কাওছার, আজগর হোসেন সাহেদ, শেখ আলী রাব্বী ও আব্দুল আহাদকে।
কমিউনিটির সেবামূলক কর্মকাণ্ডে অবদানের জন্য সম্মাননা পান সংগঠনের সভাপতি মো. আওরঙ্গজেব, যোগাযোগ সম্পাদক রিয়াদ হাসান মাহমুদ ও রনি জামাল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কমিউনিটি ঘানার সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন।
আয়োজনে সমন্বয় ও সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক আজাদ হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল ইসলাম, সহ-সভাপতি ইমন হোসেন এবং যুগ্ম ক্রীড়া সম্পাদক ফিরোজ আলম রাহাত।
আয়োজকদের মধ্যে আরও ছিলেন গোলাম সাব্বার, শামসুদ্দিন, মো. মানিক ও মো. শরিফ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঈদ পুনর্মিলনী শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়, বরং প্রবাসে থাকা বাংলাদেশিদের মধ্যে বন্ধন জোরদার এবং সংস্কৃতির সংযোগ রক্ষার একটি প্রয়াস। আচিমোটার সবুজ মাঠে দিনব্যাপী আয়োজনে কমিউনিটির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, প্রবাসেও ঐক্যবদ্ধ থাকা সম্ভব।