গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান প্রবাসীরা।
Published : 28 Jan 2025, 01:22 PM
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে গ্রিসের এথেন্সে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে উদযাপিত হয়েছে ‘তারুণ্যের উৎসব’।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে এ উৎসবে প্রবাসী বাংলাদেশি তরুণ-তরুণীরা অংশ নেন।
এতে সভাপতিত্ব করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।
তিনি বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে তারুণ্যের শক্তি ও উদ্ভাবনী ক্ষমতার ওপর। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তরুণ প্রজন্ম দেশের স্বৈরাচার থেকে মুক্তি এনে সাম্য ও টেকসই অগ্রগতির ভিত্তি স্থাপন করেছে।”
মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হওয়া সভায় বর্তমান ও ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে তাদের চিন্তা ও পরিকল্পনার কথা জানান গ্রিসে বেড়ে উঠা শিশু-কিশোররা।
অংশগ্রহণকারী নুসরাত জাহান স্নেহা ও মালিহা রহমান জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং এর সঙ্গে বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায় তুলে ধরেন। গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান তারা।
আরেক অংশগ্রহণকারী ফাইজা মকলেছুর জেন জি-এর ভূমিকা তুলে ধরে বলেন, “তরুণরা শিক্ষা, উদ্ভাবন, পরিবেশ সচেতনতা এবং সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে। প্রযুক্তির মাধ্যমে শিক্ষা সম্প্রসারণ, পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং বাংলাদেশের ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে তরুণ প্রজন্মই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”
উৎসবে যুক্তরাষ্ট্রের দুই চিত্রশিল্পী ভেরোনিকা আরগুয়েলো ও শ্যারন তাদের শিল্পকলা ও চিত্রাঙ্কন কলাকৌশল তরুণ প্রজন্মের সঙ্গে বিনিময় করেন।