যারা পরিবেশ সুরক্ষা ও স্থায়িত্বের জন্য অবদান রেখেছেন তাদের এ ভিসা দেয় আমিরাত সরকার।
Published : 12 Feb 2025, 03:45 PM
সংযুক্ত আরব আমিরাতে সদ্য শুরু হওয়া ১০ বছর মেয়াদি ব্লু ভিসা পেয়েছেন বাংলাদেশি বন্যপ্রাণী বিশেষজ্ঞ রেজা খান।
দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় এবং পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা (আইসিপি) ফেডারেল কর্তৃপক্ষের ব্লু ভিসা পেয়েছেন এমন ২০ টেকসই চ্যাম্পিয়নদের মধ্যে তিনি একজন।
মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্মেন্ট সামিট অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
ব্লু ভিসা হলো ১০ বছরের একটি আবাসিক ভিসা। যারা সংযুক্ত আরব আমিরাতের ভেতরে-বাইরে পরিবেশ সুরক্ষা ও স্থায়িত্বের জন্য অবদান রেখেছেন তাদের এ ভিসা দেয় আমিরাত সরকার।
রেজা খান এর আগে দুবাই মিউনিসিপ্যালটি পাবলিক পার্ক এবং বিনোদনমূলক সুবিধা বিভাগে প্রধান বন্যপ্রাণী বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। ২০১৭ সাল পর্যন্ত তিনি দুবাই চিড়িয়াখানার প্রধান দায়িত্বে ছিলেন।
রেজা খান বলেন, “আমি এই সম্মান ও স্বীকৃতির জন্য জলবায়ু পরিবর্তন ও পরিবেশমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।”
ঘোষণায় উল্লেখ করা হয়, “রেজা খান সংযুক্ত আরব আমিরাতের পাখি ও বন্যপ্রাণী শনাক্তকরণ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি একজন লেখক যার বিশ্বজুড়ে অনুসারী রয়েছে। তিনি নিজ উদ্যোগে মরুভূমি সংক্রান্ত গবেষণা প্রকল্প চালিয়ে যাচ্ছেন।”
রেজা খান গত ৪০ বছরেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। তিনি পাখি, বন্যপ্রাণী এবং সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত প্রকল্পগুলোতে কাজ করছেন।