ইসকনকে ‘চরমপন্থি সংগঠন’ দাবি করে এটি বাংলাদেশে ‘অস্থিরতার চেষ্টা’ করছে বলে অভিযোগ করেন তারা ।
Published : 28 Nov 2024, 10:38 AM
ছাত্র-জনতার আন্দোলনে উৎখাত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় আত্মগোপনে থেকে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে’ বলে অভিযোগ করেছে বিএনপি।
সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মতবিনিময় সভা করেন দলটির প্রবাসী নেতা-কর্মীরা।
এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ বলেন, “স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় আত্মগোপনে থেকে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদেরকে চিহ্নিত করতে হবে। সোপর্দ করতে হবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের কাছে।”
ঢাকা ক্যান্টনমেন্টে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ি ফেরত দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি।
ইসকনকে ‘চরমপন্থি সংগঠন’ দাবি করে তারা বাংলাদেশে ‘অস্থিরতার চেষ্টা’ করছে বলে অভিযোগ করেন বিএনপির অপর কেন্দ্রীয় নেতা ও বিলুপ্ত যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট।
তিনি বলেন, “ছাত্র-জনতার অংশগ্রহণে বাংলাদেশে যে ‘দ্বিতীয় স্বাধীনতা’ অর্জিত হয়েছে সেই স্বাধীনতাকে নস্যাৎ করার সব ষড়যন্ত্র রুখে দিতে হবে।”
অন্তর্বর্তী সরকারের কাছে কয়েকটি দাবি উপস্থাপন করেন সম্রাট। সেগুলো হচ্ছে- ১. অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করা, ২. দ্বৈত-নাগরিকত্ব নেওয়া প্রবাসীদের জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া এবং ৩. সরকারি প্লট, অ্যাপার্টমেন্ট বরাদ্দে প্রবাসীদের জন্য কোটা সংরক্ষণ।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহকারী আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিনের উদ্যোগে এ সভায় আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা দলের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বাবরউদ্দিন, সাধারণ সম্পাদক সুরুজ্জামান, মো. সেলিম, মাহফুজুল মাওলা নান্নু, সৈয়দ এম রেজা, আবু তাহের, মাহজারুল ইসলাম জনি ও শাহাদৎ হোসেন রাজু।