আবৃত্তিকার রবি শংকর মৈত্রীর কাছ থেকে প্রশিক্ষণ নিলেন একদল প্যারিস প্রবাসী।
Published : 20 Jun 2015, 12:48 AM
প্রবাসীদের সংগঠন ‘পথে পথে’ গত ৭ জুন ‘আবৃত্তি উৎকর্ষ কর্মশালা’র আয়োজন করে।
শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ ও উপস্থাপন শৈলী নিয়ে প্রশিক্ষণ দেন রবি শংকর মৈত্রী।
বিকেল ২ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এই কর্মশালা।প্যারিসে বসবাসরত অনেক বাঙালি ভাষা ও কবিতাপ্রেমী এই কর্মশালায় অংশগ্রহণ করেন| আবৃত্তি উৎকর্ষ কর্মশালা প্রশিক্ষণ শেষে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সোমা দাস|
এই কর্মশালায় আসা প্রশিক্ষণার্থী রনি বিশ্বাস বলেন, “আবৃত্তির উপর কিছু জানতে এবং শিখতে পারলাম- বিদেশে বসে এটা অনেক বড় প্রাপ্তি| রবি শংকর মৈত্রী এবং 'প্যারিসের পথে পথে' কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের জন্য।”
প্যারিসের পথে পথে সংগঠনের দলনেতা কামরুল হাসান উজ্জ্বল বলেন, প্রবাসে বাঙালিদের মধ্যে সংস্কৃতি চর্চা ও ভাষার উৎকর্ষ বাড়ানোর লক্ষ্য নিয়ে তারা কাজ করে যাচ্ছেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় [email protected]