রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিস গাড়িবিহীন দিবস পালন করেছে।
Published : 30 Sep 2015, 11:31 PM
স্থানীয় সময় সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারিসের প্রাণকেন্দ্রের গুরুত্বপূর্ণ এলাকায় গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়।
বিশ্ব পরিবেশ রক্ষায় প্যারিসের মেয়র অ্যান হিদালগো চলতি বছরের মার্চের প্রথম দিকে এই উদ্যোগ গ্রহণ করেন। পাঁচ মাস বিভিন্নভাবে প্রচারণার পর রবিবার পালন করা হয় এই উদ্যোগটি।
ছবি: প্যারিসের মেয়র অ্যান হিদালগোর ফেইসবুক পেইজ থেকে নেওয়া
ছবি: প্যারিসের মেয়র অ্যান হিদালগোর ফেইসবুক পেইজ থেকে নেওয়া
চলতি বছরের ৩০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে বিশ্ববাসীর কাছে পরিবেশ রক্ষায় ফ্রান্সের ভূমিকা তুলে ধরার উদ্দেশ্যেই মূলত এ উদ্যোগ।
ছবি: প্যারিসের মেয়র অ্যান হিদালগোর ফেইসবুক পেইজ থেকে নেওয়া
ছবি: প্যারিসের মেয়র অ্যান হিদালগোর ফেইসবুক পেইজ থেকে নেওয়া
উল্লেখ্য, প্যারিসে গাড়িবিহীন দিবস পালন এটিই প্রথম নয়। এর আগেও নব্বই দশকের শেষের দিকে প্যারিসে এ রকম গাড়িবিহীন দিবস পালন করা হয়েছিল।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় [email protected]