Published : 29 Jan 2025, 11:48 PM
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন করেছে দলটির গ্রিস শাখা।
দিনটি উপলক্ষ্যে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে রাজধানী এথেন্সে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন তারা।
উৎসবের আহ্বায়ক ফারুক মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফ উদ্দিন ঠাকুর টিপুর সঞ্চালনায় তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির সাবেক উপদেষ্টা হাফেজ আহমেদ।
বক্তব্য দেন গ্রিস বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান, তাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সদস্য সচিব টিপু সুলতান আনোয়ারসহ বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
জুলাই গণঅভ্যুত্থানে পলাতক আওয়ামী লীগ সরকারের ‘ষড়যন্ত্র’ রুখে দিতে দেশ ও প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে মোনাজাত করা হয়।