শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ করেন তারা।
Published : 16 Sep 2024, 01:45 PM
জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে প্যারিসে কবিতাপাঠের আয়োজন করেছে প্রবাসীদের সংগঠন ‘বাংলা সাহিত্য সংসদ, ফ্রান্স’।
রোববার সন্ধ্যায় প্যারিসের একটি হলে এ আয়োজনে প্রবাসী কবি-লেখক-শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, বদরুজ্জামান জামানের সঞ্চালনায় শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ করেন তারা।
তারপর গণঅভ্যুত্থান নিয়ে লেখা কবিতাপাঠ ও অভ্যুত্থান পরবর্তী বর্তমান বাংলাদেশের পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে মুনির কাদের, লোকমান আহমেদ আপন, বদরুজ্জামান জামান, সোয়েব মোজাম্মেল, রাকিবুল ইসলাম, মোহাম্মেদ আহমেদ সেলিম, মারুফ বিন ওয়াহিদ, মেরি হাওলাদার, তৌফিকা শাহেদ, সোহেল আহমেদ, জুয়েল দাস লেলিন, এলান খান চৌধুরী, আবু বকর মুহাম্মদ আল-আমিন, সেলিম আহমদ, রুবিনা বেগম ও ইমন আহমেদ উপস্থিত ছিলেন।
গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের পরিবার এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা সহায়তায় সরকারের সঙ্গে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।