গত বছরের ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যায় শিক্ষার্থী সাদ আল আফনান।
Published : 22 Apr 2025, 02:37 PM
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যায় করা মামলায় এক সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ জানান।
কারাগারে পাঠানো রুবেল হোসেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর গ্রামের বাসিন্দা। তিনি অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের লক্ষ্মীপুর প্রতিনিধি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে রুবেলকে মারধর করে পুলিশে দেন কয়েকজন। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।
রুবেলের বাবা ফজল করিম বলেন, “সোমবার রাতে রুবেল শহরের ওই এলাকায় অবস্থান করছিল। সেখানে একদল লোক এসে তাকে মারধর করে পুলিশে দেয়। তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে।“
পুলিশ হেফাজতে রুবেল সাংবাদিকদের বলেন, “আমাকে হত্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। আমি নির্দোষ। জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি স্বাভাবিক জীবন আর পেশাগত কাজে ফিরতে চাই।”
ওসি আব্দুল মোন্নাফ বলেন, “রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। লোকজন তাকে আটক করে পুলিশে দেয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।”
গত বছরের ৪ অগাস্ট শহরের মাদাম ব্রিজ এলাকায় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় শিক্ষার্থী সাদ আল আফনান।
এ ঘটনায় আফনানের মা নাছিমা আক্তার বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬০০ জনের বিরুদ্ধে মামলা করেন।