আয়োজনে ছিল বনভোজন, পিঠা উৎসব ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা।
Published : 01 Feb 2025, 11:56 AM
কুয়েতে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব করেছেন প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি কুয়েত’।
বৃহস্পতি ও শুক্রবার দেশটির সেবদি এলাকার একটি রিসোর্টে বনভোজন ও পিঠা উৎসবের পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করেন তারা।
এতে প্রধান অতিথি ছিলেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সেলর ইকবাল আকতার।
আয়োজক সংগঠনের সভাপতি মুরাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটো।
কাউন্সেলর ইকবাল আকতার বলেন, “দলমত নির্বিশেষে এ আয়োজন করায় আমরা আনন্দিত। প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসের পক্ষ থেকে সবসময় ভালো সেবার প্রত্যাশা করে থাকেন। এক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি, আগের তুলনায় এখন অনেক ভালো সেবা দেওয়া সম্ভব হচ্ছে।”
“তবে প্রয়োজন এর তুলনায় সেবাদানে লোকবল কম থাকার কারণে একটু সমস্যা বরাবরই হয়ে আসছে”, যোগ করেন দূতাবাসের জ্যেষ্ঠ এ কর্মকর্তা।
আয়োজক সংগঠনের সভাপতি মুরাদুল হক চৌধুরী বলেন, “প্রবাসী বাংলাদেশিদের বিনোদনের সুযোগ তৈরিতে আমাদের চেষ্টায় কোনো ত্রুটি ছিল না। এছাড়া প্রবাসীদের স্বার্থে কল্যাণমূলক কাজের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করা হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের নেতা মনিরুজ্জামান রজু, নাসের উদ্দিন হাওলাদার, আলীম উদ্দিন, হোসেন মোহাম্মদ আজিজ, রোকনুজ্জামান পিদু, বেলাল উদ্দিন, শাহ নেওয়াজ নজরুল, আতাউল গনি মামুন, আব্দুল খালেক ও মোহাম্মদ হানিফ মিয়া।