Published : 04 Apr 2025, 11:24 AM
ঈদ উপলক্ষ্যে অভিবাসীদের অংশগ্রহণে বাহরাইনে অনুষ্ঠিত হয়ে গেল ‘আল-বারাকা ফুটবল টুর্নামেন্ট-২০২৫’। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে ‘কুমিল্লা কিংস ফুটবল ক্লাব’।
সোমবার রাজধানী মানামার উম্ম আল-হাসাম ফুটবল ক্লাব মাঠে আয়োজিত ফাইনালে কুমিল্লা কিংস ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে মানামা ফুটবল ক্লাবকে।
‘আল-বারাকা কনট্রাক্টিং’-এর উদ্যোগে ২৭ মার্চ শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশি অভিবাসীদের ৭টি দল। ঈদের আমেজে মাঠে উপস্থিত প্রবাসীরা উপভোগ করেন ফুটবল উৎসব।
ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন নাজমুল হাসান সোহাগ, সভাপতিত্ব করেন টুর্নামেন্টের প্রধান আয়োজক মহিউদ্দিন, সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ইস্রাফিল।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস, বাহরাইনের প্রথম শ্রম সচিব মাহফুজুর রহমান।
অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন কুমিল্লা কিংস ফুটবল ক্লাবের সভাপতি নাসির উদ্দিন, দলনেতা বাস বাবু ও ইসরাফিল হোসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাজিদ আলী, ঈসা সাইফ আলী, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, খাইরুল বাশার, আল মারুফ, আরফিন উল ইসলাম, মামুন মজুমদার, আক্তারুজ্জামান সরকার, রফিকুল ইসলাম ও কালাম মজুমদার।