নিহতের দেশ ও বয়স প্রকাশ করলেও বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
Published : 28 Jan 2025, 12:44 PM
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার পেরাক রাজ্যের বান্দার মেরু রায়া এলাকায় এ দুর্ঘটনার সংবাদ প্রকাশ করেছে দেশটির দি স্টার অনলাইন।
স্থানীয় ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এতে বলা হয়, একটি নির্মাণাধীন ভবনের আট মিটার উচ্চতার ইস্পাতের কাঠামো থেকে পড়ে ৪৩ বছর বয়সী এই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। তবে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তার নাম-পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করেননি।
পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের (জেবিপিএম) অপারেশন শাখার সহকারী পরিচালক সাবারোজি নোর আহমদ এক বিবৃতিতে জানান, ওইদিন সকালে দুর্ঘটনার খবর পাওয়ার পর মেরু রায়া ফায়ার স্টেশনের ৭ সদস্যের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।
নিহত ব্যক্তি ঘটনার সময় নির্মাণস্থলে কাজ করছিলেন। পড়ে গিয়ে আহত আবস্থায় তিনি অচেতন ছিলেন। অন্য শ্রমিকরা তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যান এবং সাহায্যের চেষ্টা করেন।
অপারেশন দলের প্রধান আহত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করেন এবং কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দেন। পরে চিকিৎসক দল উপস্থিত হয়ে তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তী পদক্ষেপের জন্য লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের দেশ ও বয়স প্রকাশ করলেও বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।