নূরুন নবীকে টাঙ্গাইলে কাদেরিয়া বাহিনীর ‘দ্য ব্রেইন’ বলে উল্লেখ করা হয়।
Published : 14 Jul 2024, 06:52 PM
একুশে পদকপ্রাপ্ত লেখক ও মুক্তিযোদ্ধা নূরুন নবীকে নিয়ে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র ‘ড. নূরুন নবী: আজীবন মুক্তিযোদ্ধা’ এবার প্রদর্শিত হতে যাচ্ছে ফ্রান্সের প্যারিসে।
নির্মাতা নাদিম ইকবালের দেড় ঘণ্টার এ প্রামাণ্যচিত্রটি এর আগে বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার একাধিক ভেন্যুতে প্রদর্শিত হয়েছে।
আসছে ২৮ জুলাই স্থানীয় সময় সন্ধ্যায় প্যারিসের স্ত্রাসবুর্গে সিনেমা লে ব্রেদিতে এর প্রদর্শনীর আয়োজন করেছে সাহিত্যের ছোটোকাগজ ‘স্রোত’।
এ আয়োজনের অন্যতম উদ্যোক্তা ‘অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন’ (আয়েবা) এর মহাসচিব কাজী এনায়েত উল্লাহ এসব তথ্য জানান।
প্রদর্শনী দেখতে আসন সংরক্ষণের জন্য [email protected] অথবা ০৬৫২৩৮০৪৪২ এই নাম্বারে যোগাযোগ করতে প্রবাসীদের অনুরোধ জানান তিনি।
‘ড. নূরুন নবী: আজীবন মুক্তিযোদ্ধা’ প্রামাণ্যচিত্রটি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের জন্য নির্বাচিত হয়েছিল। স্টকহোম সিটি ফিল্ম ফেস্টিভ্যালে ফাইনালিস্ট হয় প্রামাণ্যচিত্র ক্যাটেগরিতে। এছাড়া স্পেনের সেভিল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এবং বার্লিন ডায়নামিক ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নূরুন নবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ২৬ মার্চ প্রতিবাদী ছাত্রদের মিছিলে পাকিস্তানি বাহিনী গুলিবর্ষণ করলে তিনি গুলিবিদ্ধ হন এবং কিছুদিন পর আহত অবস্থাতেই টাঙ্গাইল চলে যান। সুস্থ হওয়ার পরপরই ছাত্র, কৃষক ও মজুরসহ সাধারণ মানুষকে সংগঠিত করে যোগ দেন টাঙ্গাইলের কাদের সিদ্দিকীর ‘কাদেরিয়া বাহিনীতে’।
নূরুন নবী যুদ্ধ পরিকল্পনা ও বার্তাবাহকের কাজে অভিজ্ঞ ছিলেন। তিনি সম্মুখ যুদ্ধ ছাড়াও মুক্তিযোদ্ধা ও ভারতীয় কমান্ডারদের মধ্যে যোগাযোগ স্থাপনের মতো গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তিনি ভারতীয় সীমান্ত পার হয়ে মুক্তিযোদ্ধাদের অস্ত্রের জোগান দিতেন এবং ১৯৭১ সালের ১১ ডিসেম্বর যখন ভারতীয় ছত্রীসেনা টাঙ্গাইলে অবতরণ করে তখন নূরুন নবী অর্কেস্ট্রাবাদক দলের অন্যতম সদস্য ছিলেন।
১৯৭২ সালের ৬ মে ‘ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ’ সাময়িকী মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জন্য তাকে টাঙ্গাইলে কাদেরিয়া বাহিনীর ‘দ্য ব্রেইন’ বলে উল্লেখ করে।