এতে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা লিজা হোসেন।
Published : 18 Feb 2025, 01:42 AM
সংযুক্ত আরব আমিরাতে নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি-ঐতিহ্য তুলে ধরতে বসন্ত উৎসব করেছে বাংলাদেশ লেডিস ক্লাব।
স্থানীয় সময় রোববার দুবাই মুশরিফ পার্কে এ আয়োজনে বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসীরা সপরিবারে অংশ নেন।
দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ছিল শিশু, নারী ও পুরুষদের জন্য নানা রকম খেলাধুলা, নাচ, গান, কবিতা আবৃত্তি ও বসন্ত-সাজ প্রতিযোগিতা।
রোমানা বহ্নির সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা লিজা হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা ইয়াসমিন মেরুনা, জেসমিন আক্তার, লাবণ্য আদিল, রোমানা আক্তার, ফারহানা নেছার খান, শরিফা সৈনিক ও ফাতেমা আহাদ।
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি লাবণ্য আদিল, সহ সভাপতি সাদিয়া আফছার, সহ সভাপতি নিশাত জাহান চৌধুরী নিশু, শারমিন রাখি, তাকিয়া সুলতানা, সাহিদা আফরিন সেজুতি, ঈশিকা পারভিন, ঈশিকা মাজহার, কামরুন নাহার ও নাসরিন আক্তার।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।