কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতায় নিহত শিক্ষার্থীদের স্মরণ করেন বক্তারা।
Published : 29 Jul 2024, 07:01 PM
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ‘সঠিক ইতিহাস’ জানানোর আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্যারিসে সাহিত্যের ছোটোকাগজ ‘স্রোত’ আয়োজিত এক আলোচনা সভার বক্তারা।
রোববার সন্ধ্যায় প্যারিসের লু ব্রাডি সিনেমা হলে প্রামাণ্যচিত্র ‘ড. নুরুন নবী আজীবন মুক্তিযোদ্ধা’ প্রদর্শনী শেষে এ সভা করেন তারা।
প্রদর্শনীর পৃষ্ঠপোষক ও অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ বলেন, “মুক্তিযোদ্ধারা আমাদের সম্পদ, জাতির গর্বিত সন্তান। আমাদের এ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো দরকার। ‘ড. নুরুন নবী আজীবন মুক্তিযোদ্ধা’ প্রামাণ্যচিত্রের মাধ্যমে সঠিক ইতিহাস জানানো সম্ভব।”
‘স্রোত’ সম্পাদক কবি বদরুজ্জামান জামানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন একুশে পদকপ্রাপ্ত লেখক ও মুক্তিযোদ্ধা নূরুন নবী।
তার জীবনকর্ম নিয়েই নাদিম ইকবাল নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রামাণ্যচিত্রটি ‘ড. নুরুন নবী আজীবন মুক্তিযোদ্ধা’।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। ২৬ মার্চ প্রতিবাদী ছাত্রদের মিছিলে পাকিস্তানি বাহিনী গুলিবর্ষণ করলে আমি গুলিবিদ্ধ হই এবং কিছুদিন পর আহত অবস্থাতেই টাঙ্গাইল চলে যাই। সুস্থ হওয়ার পরপরই ছাত্র, কৃষক ও মজুরসহ সাধারণ মানুষকে সংগঠিত করে যোগ দিই টাঙ্গাইলের কাদের সিদ্দিকীর ‘কাদেরিয়া বাহিনীতে’। মুক্তিযুদ্ধে আমার দায়িত্ব ছিল যুদ্ধের কৌশল নির্ধারণ এবং ভারতের কাছ থেকে অস্ত্র সংগ্রহ ও বহন করে নিয়ে আসা। যমুনা নদী দিয়ে নৌকায় অস্ত্র নিয়ে আসতাম।”
আলোচনায় আরও অংশ নেন মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, চলচ্চিত্র নির্মাতা আমীরুল আরহাম ও সাংস্কৃতিক সংগঠক হাসনাত জাহান।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতায় নিহত শিক্ষার্থীদের স্মরণ করেন বক্তারা এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান।