“সরকার পরিবর্তন হলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয় না। তারা কেবল প্রশংসার বাক্যেই সীমাবদ্ধ থাকেন।”
Published : 24 Mar 2025, 11:20 AM
দেশে ও বিদেশে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন প্রবাসী বাংলাদেশিরা। কাজের অধিকার, মানবাধিকার, স্বাস্থ্যসেবা— এসব বিষয়ে তারা প্রায়ই সচেতন নন বা বঞ্চনার শিকার হন।
এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত আয়োজন করে ‘প্রবাসীদের অধিকার রক্ষায় সংবাদকর্মীদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, ক্লাবের সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন।
বক্তারা বলেন, “প্রবাসীরা বিদেশে যেমন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন, তেমনই দেশে সরকার পরিবর্তন হলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয় না। সব সরকারের কাছে তারা কেবল প্রশংসার বাক্যেই সীমাবদ্ধ থাকেন।”
মঈন উদ্দিন সরকার সুমন বলেন, “বিদেশের মাটিতে প্রবাসী সংবাদকর্মীরা প্রবাসীদের বিভিন্ন সমস্যার প্রতিবেদন করার মাধ্যমে প্রবাসীদের অধিকার রক্ষায় ভূমিকা পালন করে চলেছেন। তারা সংবাদ পরিবেশন করে প্রবাসী শ্রমিকদের কষ্টের বাস্তবতা ও অধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। এছাড়া তাদের সঙ্গে মানবিক আচরণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করেন।”
প্রবাসী সংবাদকর্মীদের ‘আরো সক্রিয়’ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “তাদের উচিত স্থানীয় আইন, আন্তর্জাতিক আইন এবং অভিবাসী কর্মীদের অধিকার রক্ষায় বিভিন্ন আইনগত পদক্ষেপ সম্পর্কিত প্রতিবেদন তৈরি করা। তারা যদি জানাতে পারেন যে কীভাবে প্রবাসী শ্রমিকরা তাদের অধিকার রক্ষা করতে পারে এবং কোন কর্তৃপক্ষ তাদের সাহায্য করতে পারে, তা বিশেষভাবে সহায়ক হবে।”
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের জ্যেষ্ঠ সহ-সভাপতি আল আমিন রানা, যুগ্ম সম্পাদক মো. হেবজু, আন্তর্জাতিক সম্পাদক সেলিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন, আলাল আহমেদ, আহাদ আম্বিয়া খোকন, কাউসার বিহন ও শাহ করিম।