Published : 28 Apr 2025, 06:20 PM
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে সংযুক্ত আরব আমিরাতে পৃথকভাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করেছে ‘বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’ এবং ‘বাংলাদেশ কালচারাল সেন্টার’ (বিসিসি)।
শনিবার শারজাহের একটি রেস্তোরাঁয় ‘বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’র আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ষবরণ উৎসব।
বাঙালিয়ানায় সাজানো এ আয়োজনে অংশগ্রহণকারীরা পরিবেশন করেন পান্তা-ইলিশ, নানা পিঠা-পুলি ও মণ্ডা-মিঠাইসহ দেশীয় খাবারের সমারোহ। মঞ্চজুড়ে ছিল বৈশাখী নাচ, গান আর কবিতা পরিবেশনা।
আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে সপরিবারে প্রবাসী বাংলাদেশিরা ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে রঙিন করে তোলেন। দিনব্যাপী আয়োজনে শিশু-কিশোর ও নারীদের জন্য ছিল দেশের গান, নাচ, কবিতা আবৃত্তি, খেলাধুলা এবং নববর্ষের সাজ প্রতিযোগিতা। নতুন প্রজন্মের শিল্পীদের অংশগ্রহণে দেশীয় নৃত্য ও গীতের পরিবেশনা ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’র প্রতিষ্ঠাতা লিজা হোসেন। সঞ্চালনায় ছিলেন ক্লাবের সভাপতি লাবণ্য আদিল।
বিশেষ অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা ইয়াসমিন মেরুনা, জেসমিন আক্তার, রোমানা আক্তার, ফারহানা নেছার খান, শরিফা সৈনিক ও ফাতেমা আহাদ।
আয়োজনে আরও অংশ নেন সংগঠনটির সহ-সভাপতি সাদিয়া আফছার, নিশাত জাহান চৌধুরী নিশু, কো-অর্ডিনেটর নাজমুন নাহার বুবলী, শারমিন রাঁখি, তাকিয়া সুলতানা, সাহিদা আফরিন সেজুতি, মহসিনা সুলতানা তানিয়া, ইশিকা পারভিন ও ঈশিকা মাজহার।
অন্যদিকে একই দিনে শারজাহের একটি ফার্ম হাউজে ‘বাংলাদেশ কালচারাল সেন্টার’ (বিসিসি) আয়োজন করে বৈশাখী মেলার।
চিরায়ত বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল নাচ, গান, কৌতুক, কবিতা আবৃত্তি ও ঐতিহ্যবাহী খাবারের আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুস্তাফিজুর রহমান খান। নববর্ষকে ‘আপন শেকড়ে ফেরার উৎসব’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “প্রবাসী নতুন প্রজন্মের মাঝে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির মর্মবাণী পৌঁছে দিতেই এই আয়োজন।”
উদযাপন কমিটির আহ্বায়ক শওকত ওসমান রানার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিসিসির সাধারণ সম্পাদক নাসের উল্লাহ নাসের এবং মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ ইয়াকুব।
বক্তব্য দেন বিসিসি সভাপতি এ আর মাকসুদ, সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব, শেখ আহমদ, মাহাবুবুর রহমান টিটু, মোহাম্মদ জমির উদ্দিন, মনিরুল হক টুটুল, সীমা রায়, মোহাম্মদ সেলিম উল্লাহ, উত্তম হাওলাদার, নাসের হেজাজি, ওমর ফারুক, নুরুল আমিন, আবদুল্লাহ আল মামুন, মনসুর আহমেদ, সাইফুল ইসলাম তালুকদার, মঈনুদ্দিন আকাশ ও জয়নাল আবেদিন।