২০২৫-২৬ মেয়াদে কার্যনির্বাহী কমিটিতে মোট নির্বাচিত হন ৯ জন প্রার্থী।
Published : 15 Mar 2025, 01:09 AM
নতুন নেতৃত্ব ঘোষণা করেছে বাহরাইনে প্রবাসী ব্যবসায়ীদের সংগঠন ‘বাংলাদেশ বিজনেস ফোরাম, বাহরাইন’।
সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে ২০২৫-২৬ মেয়াদে কার্যনির্বাহী কমিটিতে মোট নির্বাচিত হন ৯ জন প্রার্থী। তবে এখনও তাদের পদ নির্ধারিত হয়নি।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাজধানী মানামার একটি হোটেলে সংগঠনের বার্ষিক সাধারণ সভা থেকে এসব তথ্য জানানো হয়।
নির্বাচিত ৯ প্রার্থী হলেন- আইনুল হক সরকার, মোহাম্মদ জসিমউদ্দিন, আক্তারুজ্জামান সরকার, নোমান উদ্দিন মনির, তোফাজ্জল হোসেন মুকুল, মোহাম্মদ মকবুল আহমেদ, মিজানুর রহমান, আল মারুফ ও রফিকুল ইসলাম।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মুয়িজ চৌধুরী। অপর কমিশনাররা হলেন- আবুবকর চৌধুরী, হুমায়ুন কবির, শাহ আলম ও গিয়াসউদ্দিন।
নির্বাচনে প্রধান পর্যবেক্ষক ছিলেন বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. রইস হাসান সারোয়ার।
এছাড়া উপস্থিত ছিলেন দূতালয় প্রধান এ. কে. এম মহিউদ্দিন কায়েস ও শ্রম সচিব মাহফুজ রহমানসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।