Published : 29 Feb 2024, 01:55 AM
অস্ট্রেলিয়ার সিডনিতে নিজেদের ১২তম বছর উদযাপনে পুনর্মিলনী করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘অজি এনএসইউয়ার্স অ্যাসোসিয়েশন’।
রোববার আয়োজিত এ পুনর্মিলনীতে দেশটির নানা প্রান্ত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের পরিবারসহ অংশ নেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ওইদিন সকাল থেকেই অতিথিরা সিডনির হারবার ব্রিজের নিচে সমুদ্র ভ্রমণের উদ্দেশ্যে মিলিত হন একটি ক্রুজ শিপে।
এতে সবাইকে স্বাগত জানান সংগঠনের সভাপতি শামস মওদুদ এবং সাধারণ সম্পাদক তাজিম তারেক। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সহ সভাপতি নাহার এ দিশা এবং নির্বাহী সদস্য আবীর হারুনী।
দিনটি শুরু হয় অস্ট্রেলিয়ার আদিবাসীদের সম্মান জানিয়ে। ক্রুজ শিপটি ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে অস্ট্রেলিয়ার অপেরা হাউজের দিকে। একদিকে হারবার ব্রিজ, অন্যদিকে অপেরা হাউজ দেখতে দেখতে অতিথিদের আনন্দ আরো উজ্জ্বল হয়ে ওঠে।
অনুষ্ঠানের নানা উদ্যোগের মধ্যে ছিল ব্যান্ডদলের সংগীত পরিবেশনা, র্যাফেল ড্র, সেরা পোশাকের জন্য পুরস্কার এবং শিশুকিশোরদের জন্য নানারকম আনন্দ আয়োজন।
পুনর্মিলনীতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য মেহেদী রেজা, মৌসুমি চৌধুরী, তাবাসসুম চৌধুরী, বুশরা আহমেদ, মাহমুদা ফারিন, সামিন নেওয়াজ, ফয়সল সিদ্দিক এবং আবীর হারুনী।