‘বাংলায় মাতি উল্লাসে’ শিরোনামে এ উৎসব করে প্রবাসীদের পরিচালিত স্কুলটি।
Published : 06 Nov 2023, 11:04 AM
অস্ট্রেলিয়ার সিডনিতে ‘বাংলায় মাতি উল্লাসে’ শিরোনামে বাৎসরিক সাংস্কৃতিক উৎসব করেছে প্রবাসীদের পরিচালিত ‘ক্যাম্বেলটাউন বাংলা স্কুল’।
রোববার দিনব্যাপী ক্যাম্বেলটাউনে স্কুল প্রাঙ্গণে এ উৎসবে নানা সাংস্কৃতিক আয়োজন করেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও প্রবাসী অভিভাবকরা।
স্কুলের সভাপতি মশিউল আযম খান স্বপনের উপস্থিতিতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক কাজী আশফাক রহমান।
অধ্যক্ষ রুমানা খান মোনা স্কুলের কার্যক্রম তুলে ধরে মাতৃভাষায় শিক্ষার প্রয়োজনীতা নিয়ে কথা বলেন।
স্কুলের প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা মনিরুল ইসলাম, গোলাম মওলা, খায়রুল চৌধুরী এবং ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও প্রতিষ্ঠাতাদের অন্যতম নাজমুল আহ্সান খান।
উৎসবের প্রধান সমন্বয়ক নাজমুল আহসান খানের তত্ত্বাবধানে দুই পর্বে সাজানো অনুষ্ঠানে নানা আয়োজনের মধ্যে ছিল বাংলা গান, নাচ ও কবিতা আবৃত্তি।