মূল আলোচক ছিলেন মানবাধিকারকর্মী ও সাংবাদিক উর্মি মাজহার।
Published : 11 Mar 2025, 12:10 PM
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করেছে যুক্তরাজ্যে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’।
শনিবার পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের ভ্যালেন্স রোডের সেমিনার হলে এ আয়োজন করেন তারা।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সাজিদুর রহমান।
মূল আলোচক ছিলেন মানবাধিকারকর্মী ও সাংবাদিক উর্মি মাজহার।
নারীদের উন্নয়ন, সমতা, অধিকার আদায়ে সমর্থন জানিয়ে আলোচনায় আরও বক্তব্য দেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সাহেদা রহমান, হাফসা ইসলাম, আসমা মতিন, আমিনা আলী, নাসিমা বেগম, মুজিবুল হক মনি, সালমা বেগম, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি জামাল আহমেদ খাঁন, সহ-সভাপতি জুবায়ের আহমেদ, সহ-সাধারণ সম্পাদক এস কে এম আশরাফুল হুদা, সহ-সাধারণ সম্পাদক মির্জা আবুল কাশেম, কোষাধ্যক্ষ আজিজুল আম্বিয়া, সাংগঠনিক ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সুয়েজ মিয়া, নুরুন নবী, ইকবাল হুসেন, আলিমুল হক, আলাউর রহমান শাহীন, নাহিদ জায়গিরদার, শাকিল আহমেদ সোহাগ ও শাহ শরীফ উদ্দিন।