সম্মানের জায়গা থেকেই দলের প্রধান পৃষ্ঠপোষকের জন্য আসনটি ফাঁকা রাখা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব।
Published : 27 Nov 2023, 08:35 PM
দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য জাতীয় পার্টির ঘোষণা করা ২৮৭ আসনের প্রার্থী তালিকায় দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও তার ছেলে রাহগির আলমাহি এরশাদের (সাদ এরশাদ) নাম নেই। তবে রওশনের জন্য ময়মনসিংহ-৪ (সদর) আসন ফাঁকা রাখা হয়েছে।
এর বাইরে ১২টি আসনে প্রার্থী চূড়ান্ত করতে না পারায় নাম ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
তিনি জানিয়েছেন, মনোনয়ন ফরম সংগ্রহ না করায় রওশনকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। তবে আসনটি তার জন্য ফাঁকা রাখা আছে।
জাপা প্রতিষ্ঠাতা এরশাদপত্নী রওশনের কাছ থেকে একাধিকবার ফোন পাওয়ার কথা জানিয়ে চুন্নু বলেন, “প্রথমে দুইটি ফরমের কথা বলেছেন, পরে তিনটি ফরমের কথা বলেছেন। আমার চেয়ারম্যান আমাকে বলেছেন, ‘উনি তিনটা ফরমের কথা বলেছেন, উনি আসলে তিনটা ফরমই দিও’।
“আমি বলেছি, আপনি যদি লোক পাঠান বা আপনি যদি হুকুম করে নির্দেশ দেন- আমি নিজে গিয়ে দিয়ে আসব আপনাকে। তিনি আমাকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন নাই, কোন লোকও পাঠান নাই।"
সম্মানের জায়গা থেকেই দলের প্রধান পৃষ্ঠপোষকের জন্য আসনটি ফাঁকা রাখা হয়েছে জানিয়ে জাপা মহাসচিব বলেন, “আমাদের চেয়ারম্যানের সঙ্গে পারিবারিকভাবে তার (রওশন এরশাদ) মান-অভিমানের বিষয় আছে কি না, সেটা আমরা জানি না। তার সঙ্গে আমাদের মান-অভিমানের সুযোগ নেই। উনি আমাদের শ্রদ্ধার পাত্র।”
দলের চেয়ারম্যান জি এম কাদের এবার যে দুটি আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন তার মধ্যে রংপুর-৩ (সদর) আসনের বর্তমান সংসদ সদস্য রওশনপুত্র সাদ এরশাদ।
এর বাইরে ঢাকা-১৭ (গুলশান-বনানী) থেকেও মনোনয়ন পেয়েছেন কাদের। আর তার স্ত্রী শেরীফা কাদের মনোনয়ন পেয়েছেন ঢাকা-১৮ আসনে।
দলের অন্য জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মহাসচিব মুজিবুল হক চুন্নু লাঙ্গল প্রতীকে লড়বেন কিশোরগঞ্জ-৩ আসনে। কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫ আসনে ও সালমা ইসলাম ঢাকা-১ আসনে এবং সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ ঢাকা-৬ আসনে মনোনয়ন পেয়েছেন।